কত সুন্দর গ্রামখানি মোর সবুজ শ্যামলে ঘেরা,
সেথায় বসে কত কবিতা লেখেছেন কবিরা,
মাঠে মাঠে সোনালী ধান ফাকে সবুজ ঘাস,
তার মাঝে শিশির কণা করে বসবাস।
প্রতি ভোরে মধুর স্বরে পাখিরা গায় গান,
সূর্যি মামা আলো দিয়ে জুড়ায় সবার প্রাণ।
গাছপালারা নিত্য ছড়ায় কত মধুর বাতাস,
গ্রামের বাসিন্দা আমি পি ডি এন পলাশ।
এইতো আমার গ্রাম বড়চেগ যার নাম,
সেই গ্রামে জনম পেয়ে ধন্য হয়ে গেলাম।