আমার নাকি ঘুম বেড়েছে বারোটায় হয় সকাল,
মা বলে এভাবে থাকলে ভালো তর চিরকাল।
বাবা বলে ছেলে আমার হয়েছে জমিদার,
সেই ছেলেকে কাজে লাগানোর জন্য মিষ্টি বউ দরকার।
ভাই বলে ভাইটা আমার ছোট রয়ে গেছে,
কেন তোমরা বাজে চিন্তা করছো মিছে মিছে।
বোন বলে ভাইটা মোদের অতি আদরের,
তার কোন কথায় তোমরা ধরনাতো ফের।
বৌদি বলে দেখো দেখো কেমন রাজ্যের রাজা,
সুখে সুখে খেয়েও তো আর শরীর হয়না তাজা।

০৬/০৩/১৬ইং