একদিন খুলে বসলাম খাতা তাতে লিখলাম মনের কথা,
একজন এসে পড়ে বলল ভাই এতো সুন্দর কবিতা।
একদিন আপন মনে বসে গোপনে দেখেছিলাম বাংলার ছবি,
এক জন বলল পাগল নাকি আরেকজন বলল তিনি আসলেই কবি।
একদিন নীরবে বসে ভেবেছিলাম আমি,
আমি কি আসলেই পাগল আর এগুলো আমার পাগলামি।
তাই ভেবেছিলাম আর কিছূ লিখবোনা থেমে গিয়েছিলাম পথে,
হঠাৎ ভাবলাম আমিতো থাকবোনা কিন্ত আমার লেখাতো থাকবে এই ধরণীতে।
তাই ভাবলাম লেখা ছাড়বোনা প্রতিজ্ঞা করলাম আজ,
আমায় পাগল বলুক আর যাই বলুক লোকে তাতে নেইতো আমার লাজ।
কত রকমের মানুষ নিয়ে গড়া এই সমাজ,
যে যাই বলুক কিছু যায় আসেনা
তাদের কথা যে ভুল তা প্রমাণ করাই আমার কাজ।
১৮/০৪/২০১৬ইং