ভেবে কি লাভ আছে যা হবার তা হয়ে গেছে
                                মিছে আমরা ভাবি,
বিধি তো তার খেলা খেলতে আছে সারা বেলা
                                 তারি খেলা সবি।
সকাল থেকে রাত অবধি খেলতে আছে নিরবধি
            তার আদেশ ছাড়া বল কেমনে ছাড়া পাবি,
                           ২৪/১২/১৫ইং