আজ রজনী নিদ্রাহীনে ভাবছি তরে প্রতিক্ষণে
উদাস মনে প্রহর গুনে যাচ্ছি শুধু আমি,
আজকে তরে নয়ন ভরে দেখবো ওরে আমি,

আমার ব্যকুল দুটি চোঁখ প্রিয় ব্যকুল দুটি চোঁখ,
পাগল এ মন চায় সারাক্ষণ দেখতে তর ঐ মুখ।
ইচ্ছে করে যাইরে উড়ে তর কাছেরে আমি ,

আজ তরে দেখে ওরে পুড়বে মনের আশা,
অনেক দিন পর মিটবে রে মোর প্রাণের পিপাসা।
পেয়ে আজি তর দরশন খুশি হবো আমি।