খুশিতে আজ দুলছেরে মন, দুলছে এ অন্তর
বৈশাখ এলো এই ধরাতে অনেক দিনের পর।
বৈশাখেতে পান্তা ভাত আর ইলিশ মাছের ভাজি
দেখতে যদি চাও রে ভাই মেলাতে যাও আজি।
সবাই মিলে হয়রে জোড় সারাদিন ভর।
আজকে শুধূ ভালোবাসা, নানান উজ্জনে
বর্ষ বরণ করছে সবাই নানা আয়োজনে.
আনন্দে যাচ্ছে ভেসে সবারই অন্তর।
কিশোর কিশোরী সেজেছে আজ নানা রকম সাঝে
বাংলার বাঁশি বাংলার ঢাক কত মধূর বাজে
শুনতে লাগে ভালোরে ভাই বাংলা গানের স্বর।