দেখতে লাগে ভালো তকে গোলাপ ফুলের মত,
হে প্রিয় বলে দিও আমি কি তর মনের মত।
তর নয়নের ঐ চাউনি মন করে দেয় উদাস,
তুই মোর মনে স্ব যতনে করিস বসবাস।
তর জন্য লুকিয়ে রেখেছি ভালোবাসা কত॥
দেখলে তরে নয়ন ভরে ভাষা পাইনা মূখে,
অনেক কিছু বলতে চাই, তরে চাইরে এই বোকে।
পেলে তকে থাকবো সূখে পূরবে মনের স্বপ্ন যত॥