নিজের কি আর যাবেই কি
পেলামই বা কার ধন,
পরের ধনে গৌরব করে
অন্ধপুরের জনার্ধন।
পরের ধন পাবার আশায়
চোখ ভাসায় ঐ ফকিরচাঁদ,
আয়ু থাকতে বায়ু নাশে
নিজেই ফাঁদে মরণ ফাঁদ।
পরের ধনে ধনি হয়ে
পরের ধনে বাঁধে ঘর,
প্রশ্রয় দিলে মাথায় ওঠে
মানুষ বড়ই স্বার্থপর।