স্ব-ইচ্ছাতে অনেক সময় হই জিতে মরা,
মনে প্রবল ইচ্ছা থাকলেও হয়না পূরণ করা।
দেখেও করি অনেক সময় না দেখার বান,
হাসি দিয়েও অনেক সময় তাড়াই অপমান।
কাদার উপর হাটার মত অনেক সময় চলি,
যা নয় তার চেয়েও বেশি কিছু বলি।
কাউকে বুঝতে দেই না আমার পরিস্থিতির হিসাব,
ভুল বুঝে অনেকেই দেখে এমন স্বভাব।
তাইতো রোজ যাই মেনে হাজার কটু কথা,
স্বপ্ন থেকে দিগুণ কঠিন জীবন বাস্তবতা।
সরকারি চাকরি করিনা ঘরে বেতন পাবো,
রোজি রোজকার না করলে কেমন করে খাবো।
কেমন আছি এই কথাটা কেউ কভু না শুধায়,
মরার আগে বুঝতে পারলাম মরতে হবে খুধায়।
বাহিরে গেলে ফাইন দিতে হয় না মানলে আইনকানুন,
বাংলা ইংলিশ যাই বলেন পেট বুঝেনা লকডাউন।