আশার রবি ডুবে যাবার ঠিক কিছুক্ষণ আগে,
নিরাশার আশা হলে প্রেম কুসুমের বাগে।
কত দিবস কত নিশি অপেক্ষার পরে,
হলো বন্ধন দু’জনার মন একই বাহুডোরে।
নতুন করে বাজলো মনে ভালোবাসার বীণা,
একাকিত্তের হলো সমাপ্তি ছিলাম সঙ্গিহীনা।
নতুন করে দুজন আবার হয়ে গেলাম এক
প্রলয় থেকে আবার হলো প্রেমের অভিষেক।