কবিতাকে ভালোবাসি হৃদয় দিয়ে
অন্তর দিয়ে করি তার বন্ধনা,
রাতের আধারের প্রেয়সী আমার
মন মাতানো রুপের রাণী চন্দনা।
কবিতা দিয়েছে আমায় অপার সুখ
বিমোহিত করেছে তার পরশে।
হৃদয় সমুদ্রে ফুঠিয়ে পদ্ম
মন মাতাল করেছে তার সুভাসে।
তার মাঝেই পেয়েছি আমার
জীবনের চাওয়া পাওয়া সব পূর্ণতা,
রমনী নয় সে কাব্যিক রুপ
অমর অনন্ত অক্ষয় সে কবিতা।
দিশেহারা মন হঠাৎ কখন
তার মাঝেই হারিয়ে গেলেম,
কবিতাই আমার জীবনের সব
প্রথম পরশের অবিনাশী প্রেম