কোথায় যাও বারে বারে অন্তর জ্বলে পুড়ে
কখনও কখনও কেন আমাকে কাদাও,
ঝরে দু আঁখি অপেক্ষায় থাকি
কেমন আছি তা জানতে কি চাও।
কি ভাবো প্রতিদিন হয়ে উদাসীন
চোখের পানে কেন বারে বারে চাও,
আমার মনের ঠিকানা কেউ আজো জানেনা
তুমি কি সেই ঠিকানার খোঁজ ঠুকু নাও।
কি হয়েছে বলনা কেন করো ছলনা
মনের প্রয়োজন হলে তা তুলে নাও,
শুধু ভেঙ্গোনা বিশ্বাস এই চাই আশ্বাস
তোমাকে সকলই দেবো যা তুমি চাও।