চেনাজানা দুইজনা
তবুও নেই কথা,
চঞ্চল মন ব্যকুল দুজন
পালন নীরবতা।
আঁখিতে আঁখি পড়লে দেখি
মন দুজনের কাঁদে,
দুটি হৃদয় পুড়ে নিত্যময়
বিরহ বিষাদে।
খুব কাছে বসে আছে
তবুও অনেক দূর,
মধ্যের হাল কাঁচের দেয়াল
দাঁড়িয়েছে নিষ্টুর।
বলতে কথন থামছে দুজন
ভাঙ্গছে না কেউ মান,
ভালোবাসা করছে নাশা
মধুর অভিমান।