আমি একদিন তোমাকে অনেক ভালোবাসতাম,
তুমি যতই কাঁদেতে চা্ইতে আমি কিন্তু হাসতাম।
হাজার কষ্ট দিতে আমায় আমি থাকতাম নির্বাক।
সহ্য করে নিয়ে ভাবতাম সম্পর্কটা ভালো থাক।
বার আমি তোমার কাছে যতই যেতাম ফিরে,
ব্যস্ততা দেখিয়ে আমায় রইতে দুরে সরে।
কটু কথা বলতে আমায় আমি নিতাম মেনে।
তুমি ছাড়া কিছু ভাবতাম না আমার জীবনে।
আমি ছিলাম তোমার কাছে এতই মুল্যহীন
আমার ভালোবাসা তুমি বুঝনি কোনদিন।
থাকতে আমি ফিরে তাকাওনি বুঝনি বিষাদো।
হারিয়ে আমায় বন্ধু তুমি আজ কেন কাঁদো।