তুমি আসবে বলে দিন গুনে
কেটে গেলো অজস্ররাত,
কত পূর্ণিমা পৌঁছালো ঘোর আমবস্যায়
কতবার এসে গেলো বসন্তের প্রভাত।
প্রতি বৃহস্পতি থেকে চলে আসা বুধ,
কাল বৈশাখী ঝড় থেকে চৈত্রের রোদ।
দীর্ঘ পথচলা তোমায় ভেবে,
কবে কোন রজনীতে তুমি আসবে।
তুমি আসবে বলে প্রতি নিশিতে
খুলে রাখি দরজার খিল,
পাখির কিচিরমিচেরে দুটি আঁখি জাগে
অথচ দরজা নড়েনি একতিল।
জানি না আর এই অপেক্ষার
ঘটবে কবে সমাপ্তি।
যা পাইনি সেই পাওয়াটার
হবে সবই প্রাপ্তি।