আমি আর হাটিনা এখন ঐ পথ ধরে,
চলে গেছো যে পথ দিয়ে তুমি অন্য ঘরে।
কেন জানি ঐ পথ দিয়ে চায়না যেতে প্রাণই,
শুনবো না আর পথে তোমার নুপুরেরই ধ্বনী।
সেদিন থেকে আজো আমার একা বসবাস,
আজো দেখিনি ঐ পথে গজিয়েছে কি সবুজ ঘাস।
আমি আর ঐ পুকুরে করিনা এখন স্নান,
না না ভেবোনা আমি করিনি অভিমান।
কেন জানি ঐ পুকুরে যেতে চায় না মন,
চাইলে যেতে আঁখিপাতে হয় বৃষ্টি বরসন।
আতকে ওঠে বুক,
পুকুর জলে দেখবো না আর তোমার কোমল মুখ।