নেই কো জানা তার ঠিকানা কোথায় বা সে থাকে,
ঘুমের মাঝে মাঝে মাঝে দেখি আমায় ডাকে।
চোখ খুলে খুজি তাকে খুজে আর না পাই,
চোখ মুদিলে পাইকো তাকে চোখ খুলিলে নাই।
অন্ধকারের চাঁদের মত জ্যোৎস্না ছড়ায় বেশ,
রবির আলোয় যায় হারিয়ে মনে দিয়ে ক্লেশ।
লজ্জাবতি বুঝি অতি লাজে ডুবে ছিলা,
দৃশ্যতায় তাই আসেনি অদৃশ্য অনিলা।