তোমাকে পাইনি বলে আমি দু:খি নয়,
হয়তো তোমাকে খুব ভালোবেসে ছিলাম তুমি করেছো অভিনয়।
তোমার আজ স্বামী সংসার
আমার জীবন আজ অসার
মুল্য নেই ভালোবাসার জেনেছে হৃদয়।
তোমায় নিয়ে কত স্বপ্ন ছিল দুটি চোখে,
হারানোর কথা শুনলে কেপে উঠতো বুকে।
তা ছিল সব মিথ্যে মায়া
আমি আজ বড় অভয়া
প্রাণ বিহীন যেমন কায়া পুড়ছে শোকে শোকে।
আমি আজ বড় শুন্য নেই স্বপ্ন নেই আশা।
নিয়তি না হয় আমায় নিয়ে করলো তামাশা।
মুখ বুঝে সব নিয়েছি মেনে
অশ্রু আর ঝরেনা নয়নে
বেঁচে আছি তুমি বিনে ভেঙ্গে সকল আশা,
আমি আজ অপরিচিত লোক অদেখা ভালোবাসা।