স্মৃতিগুলো লিপিবদ্ধ হৃদয়ের পাতায়,
মাঝে মাঝে ফুটে উটে ছ্ন্দ কবিতায়।
সময় পরিস্থিতি বদলায় দিন,
হারিয়ে যায় অনেক কিছু হয়ে যায় বিলিন।
বার বার খোঁজে ফিরি জীবনের ঝুলি,
যদি আবার খোঁজে পাই আগের দিন গুলি।
আশা নিয়ে বাঁচা মোর এইতো জীবন,
গোলাকার পৃথিবীতে
যদি দেখা হয় পথে
হতেও হতে পারে তার দরশন।
তা শুধুই মিথ্যে আশা
নেই কোন ভরসা
অচিন পথের যাত্রী হয়ে চলছে জীবন।