কবিতা আমায় ছেড়ে গেছে দেয়নি এখন ধরা,
হয়না লেখা আগের মত পদ্য কিংবা ছড়া।
স্নিগ্ধ দুপুর ভোর নিশিতে
আয়না পাশে প্রেম বিলাতে
রুপ ধরেনা মন মাতাতে চলছে মন গড়া,
জল বিহীন আজ মন ভুমিতে চৈত্র দিনের খরা।
কোয়াশা মাখা ফেকাসে জলে ভিজে না আর ঘাস,
কচু পাতায় শিশির বিন্দুর নেই বসবাস
কবিতা আজ অবসরে
কথ্য নেই আজ অন্তরে
হৃদয় পদ্ম জমির তরে হয়না শব্দ চাষ
কবিতা আমার অবসরে একাই আমার বাস।