এক শ্রাবনে তোর সনে
যখন দেখা হলো,
সেদিন হতে মনটা আমার
ভীষণ এলোমেলো।

দেখলে তোকে কাপে বুকে
এগিয়ে আবার থামি,
রৌদ্র ছাড়া প্রেমের তাপে
সর্ব অঙ্গে ঘামি।

যা ইচ্ছা তুই তাইতো করিস
নিজের ইচ্ছে  মত,
আমার মনে ভয় যে ভীষণ
বাড়ছে অবিরত।

হঠাৎ যদি যাস হারিয়ে
স্বপ্ন ভঙ্গ করে,
কথা না হোক না দেখে বল
বাঁচবো কেমন করে।

আমার প্রেম অবাধ্য
মানেনা কোন রুল।
স্বচ্ছ জল আয়না ভেবে
চিনতে করিস ভুল।