এক মুঠো আশা বেঁধেছে বাসা
মনের গহিনে ওগো নন্দিনী,
তুমি বাও কোন নদীতে নাও
একবার ফিরে তাকাও
ওগো জীবন সঙ্গিনী।
বাঁচিয়ে মান রেখে অভিমান
ভালোবাসা দিয়ে মাটি,
নিজেকে ভাবছো বড় হয়ে আছো
তোমার কাছে রাগই আছে
হয়ে বড়ই খাটি।
কি করিব বল আর কত জল
ঝরবে চোখে ওগো নন্দিনী,
আর কত দুরে রাখবে মোরে
হয়ে অগুর অভিমানি।
নন্দীনী তোমার মান অভিমান
হারবে সেদিন যেদিন দেব প্রাণ
কবরে হয়তো কাঁদবে না প্রাণ
হবে না জানি বিরহিণী।
চির বিদায় নেবো ওগো নন্দিনী।