আকাশপানে ঝড় উঠেছে বইছে ধমকা হাওয়া,
মনে পড়ে এমন দিনে তোমায় কাছে পাওয়া।
এমনি এক মেঘলা দিনে কলেজ ছুটির পর।
এক ছাতাতে তুমি আমি হাটছি পরস্পর।
হঠাৎ হাওয়ায় উড়লো ছাতা লাগলো বুকে জল,
ভেজা শাড়ির শরীর দেখে মন হলো উতল।
কাছে পেতে এতই ব্যকুল আকুল নিবেদন,
করলে তুমি অশ্রু ফেলে পেতে পরশন।
একলা তুমি একলা আমি প্রেমের বারান্ধায়,
বললে তুমি ভয় করো না বৃষ্টি পাহারায়।
বৃষ্ঠিস্নাতো দুপুর বেলার উষ্ণ আলিঙ্গন,
ভুলতে চাইলে যায় না ভুলা কেমন করে মন।
মন জানালার পাকা খুলে আজো ভাবি তোমায়,
এমন প্রেমের স্নিগ্ধ আচর আর কি দেবে আমায়।
তোমার হাতের আলতো ছোঁয়া পাগল করে মন,
আবার এসো এমন দিনে রইল নিমন্ত্রণ।