বদলে গেছি অনেক খানি নেইতো আগের মত,
ঘড়ির মত জীবন খানি চলছে অবিরত।
কেমন ছিলাম, কেমন হলাম, কেমনই বা হবো,
কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আবার যাবো।
কি বা দিলাম, কি বা পেলাম, কি বা হারালাম,
ভবে এসে মোহ মায়ায় বন্দি হয়ে গেলাম।
কিবা নিজের, কিবা পরের, এই যে এক খেলা,
সেই ভাবনায় যাচ্ছে ডুবে আমার জীবন বেলা।
আগের মত সব কিছু সবই ঠিক আছে,
শুধু বদলে গেছি নিজেই আমি ভবের হাটের কাছে।
আগের মত পারিনাকো চালাতে জীবন জাহাজ,
বেলা দেখি যাচ্ছে ডুবে যেতে হবে আজ।