নারীর কথা পুরুষ হয়ে বলতে কি আর পারি,
কষ্টে থেকেও কারো মুখে ঝরতে দেয়না বারি।
শিশুকালে বাবার বাড়ি শুনতে হত মানা,
যৌবনেতে প্রেম প্রণয়ে কলঙ্ক হয় জানা।
তার কিছু পর স্বামীর বাড়ী রাখতে বাবার মান
সবার জন্য নিজে করে নিজের ইচ্ছার বলিদান।
স্বেচ্ছা সেবক হয়ে সবার সেবা যে যায় করে
ভাসমান তরি হয়ে ভাসে সংসারের সাগরে।
মাটি চাপা দেয় নিজের মনের যত চাওয়া পাওয়া,
বাঁশির মত নিজে বেজে অন্যকে আনন্দ দেওয়া।
পরকে আপন করে বাধে আশায় নতুন ঘর,
বৃদ্ধকালে অনেকেই আবার করে দেয় পর।
কেউ শুনতে চায় না নারীর বেকুল মনের কথা,
নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝেই নিজের স্বার্থকথা।