আমার শিক্ষক যতো খুব মনে পড়ে,
পথ দিশারী ছিলেন মা বাবার পরে।
অপার শাসন ছিলো স্নেহ কম নয়,
স্যারের বেতের বাড়ি খুব মনে হয়।
একপথে স্যার এলে নিজে অন্য পথে,
লুকানোর ভাব ছিলো তাতে কোনমতে।
স্যার দেখে করতেন না দেখার ভান,
বজায় ছিলো তখন উভয়ের মান।
মুখোমুখি কভু হলে পা ছুঁয়ে প্রনাম,
সবক্ষনে চাইতেন ছাত্রের সুনাম।
আজো মন ডুবে আছে স্যারের মায়ায়,
শৈশবকে ফিরে পেতে আজো মন চায়।
কেনো আজ টানাটানি পদ ছেড়ে দিতে,
লাগেনা যে ভালো কভু সব মেনে নিতে।
শিক্ষকের পদত্যাগ চাইনাতো আর,
দোষি হলে আইনে বিচার হোক তাঁর।