মুক্তপাখি বন্ধী হলে
সন্ধি হারায় হাওয়ার,
ডানা মেলে পায়না সুযোগ
শিশির টুকু ছুওয়ার।

খাচার ভেতর ছটপট করে
দেখে সঙ্গি সাথী,
মুক্তপাখি বুঝে কি আর
বন্ধীর দুর্গতি।


(একের ভেতর চার কবিতায়)