তোমার বাড়ির দশ সীমা স¦র্ণ সম খাসা,
যা যেনেছি তাও হয়নি বায়ুর যাওয়া আসা।
পড়লে যেথা চাঁদের আলো নদী খেলে ঢেউ,
তোমার নদীর ঢেউয়ে সাতার কাটতে চায় যে কেউ।
আমার কী আর সুযোগ আছে দিতে তাতে ডুব,
দাঁড়িয়ে থেকে দেখে তাতেই প্রসনড়ব যে খুব।
তুমি বরং ভালো থেকো নিজে নিজের মতন।,
আমি না হয় অন্য ফুলের ঘ্রাণ জেনে নেই কেমন।
জানার আছে অনেক কিছু আছেও অনেক দেখার,
না হলে কি শব্দ পাবো প্রেমের কাব্য লেখার।
তুমি আমার কোন কাজে বুঝনাকো ভুল,
জানতে চাই তাই ঘুরে বেড়াই পাহাড় নদীর কুল।