পাখির মতো উড়তে চেয়ে খুলে দিলাম ডানা,
ঠিক করিনি কোথায় যাবো ঠিক হয়নি ঠিকানা।
উড়তে যেয়ে হয়নি উড়া কে যে দিলো বাধা,
নজর দেইনি দুটি পায়ে শিখল ছিলো বাঁধা।
লক্ষ্য ছিলো উড়ে যাবো সীমাহীন অজানায়,
আনন্দে ডুবে ছিলাম মিথ্যে স্বপ্নের মোহনায়।
মুক্ত আকাশ নীলে যখন ্উড়তে ইচ্ছে জাগে,
দেখিনিতো ডানা কাটা উড়াল দেবার আগে।
সঙ্গী সাথী উড়ছে দেখি নীল আকাশের বুকে,
তাদের মতো উড়বো আমি মতবো রঙ্গিন সুখে।
ও গুলো সব স্বপ্ন ছিলো বুঝিনি আর তখন,
সন্ধি আমার দুঃখের সাথে বন্দি রই প্রতিক্ষণ।
ভালো কিছু করি যখন শত বাধা আসে,
মুখে যারা বলে আপন তারা রয় না পাশে।
কেউ কষ্ট পেলে যারা অতি আনন্দে হাসে
মুখে আপন মনে পর হয় চাইনা তাদের পাশে।