মৃতের মত গর্ভে ছিলাম, থেকেও ছিলনা জীবন,
মৃতের মতই জন্ম নিলাম ধীরে খুলে দু’নয়ন।
আবার মৃত্যু বেড়ে ওঠায় কখন জানি কি হয়,
জন্মদাতৃ মায়ের মনে সদা বিরাজ একই ভয়।
শৈশবেরও মৃত্যু ঘটে, যখন আমি মাঝ বয়সে,
আবার মৃত্যু হয় আমার, ব্যর্থ প্রেমের দিন শেষে।
বিবাহিত জীবনে মৃত্যু, স্বাধীনতা নিয়ে যায়,
আবার মৃত্যু ছেলে মেয়েদের অবহেলা কটুকথায়।
মৃত আমি মৃত্যুর আগে মৃত দিবসরাতে,
সকল মৃত্যুর সমাপ্তি হয় শেষের মৃত্যুর সাথে।