আজো চিনতে পারিনিতো মনটা যেন কেমন,
উতাল পাতাল ঢেউয়ের সাথে, নিত্য ঘটে বিবর্তন।
কি যে চাওয়া, কি যে পাওয়া, কি যে ভাবে রাত্রদিন,
তাল-বেতালের মাতাল সুরে, অন্তরা হয় ছন্দহীন।
খুড়ে খুড়ে হৃদয় মরে, গোপন ব্যথার কলরব.
বুকভরা কথা রেখে, মুখটা থাকে খুব নীরব।
বলা যায় না, সহা যায় না, যায় না মানা একটু তা,
কেমন যেন মিথ্যে আশায়, ভাসায় চোখের দু-পাতা।
হঠাৎ ব্যথা, বিষনড়বতা, হঠাৎ ভীষণ উদাস,
হঠাৎ হাসে অট্টহাসি, হঠাৎ চোখে জলের বাস।
পাই না হাজার গ্রন্থ পড়ে সত্যি যে তার কি কারণ,
ভাবিনিতো রোদ আর মেঘ আকাশ করে ধারণ।