লাগছে তোকে বড়ই জানা অনেক দিনের চেনারে,
তুই কি হবে মনের দামে কেনারে।
গাঁয়ের ধারে মেটো পথে
দেখি তোরে রোজ প্রভাতে
হল বুঝি তোর সাথে মনের লেনাদেনারে,
তুই কি হবে মনের দামে কেনারে।
এইনা তোর পরশ পেতে
বেকুল এমন দিনেরাতে
কি করিব পাইনা ভেবে নেইতো কিছু জানারে,
তুই কি হবে মনের দামে কেনারে।
ভাসবো ভালো দিন রজনী
তুই হলে আমার ঘরণী
অপার প্রেমের আবরণী গাঁয়ে বেধে নেনারে।
তুই হয়ে যা মনের দামে কেনারে।