দুয়ার পাশে বাঁশের বেড়ার
তার বাধা সেই ফাকে,
বাহিরে তাকায় বারে বারে
দেখছে যেনো কাকে।
চুলগুলো সব এলোমেলো
পরনে সবুজ শাড়ী,
চঞ্চলা মন বেভোর তখন
ফিরতে চায়নি বাড়ী।
ক্ষণিক সময় যেতেইতো হয়
সবাই-ই যায় চলে,
আমার চোখের ঘুমও গেছে
তাঁর রূপ-কমলে।
অল্প দেখার গল্পটাতে
নয়নে বিধলো নয়ন,
অন্যের মত আমারও বুঝি
চুরি হলো আজ মন।