লাগলো বড়ই অদ্ভুত,
হঠাৎ থমকে গেল চৈত্রের রোদ।
নেমে এল কাল বৈশাখী ঝড়
হঠাৎ তুফান,
উড়িয়ে নিল একটি স্বাধীন ভাবে বেঁচে থাকা বৃক্ষের প্রাণ।
এ কেমন ঝড়, এ কেমন সাইক্লোন
আচমকা এক ভাবনায় ডুবলো আমার মন।
নীরবে সেই বৃষ্টির দিকে নজর দিলাম
ধীরে ধীরে থেমে এলো,
দেখি প্রকৃতি আর আগের মত নেই
সবই এলোমেলো।
এইখানে আমার শখের বাড়ি ছিল
তা আর নেই ভেসে গেছে ক্ষণিকের বন্যায়।
ডুবে রইলাম মিথ্যে মায়ার এক স্নেহের কান্নায়
জানলাম আমার বলতে কিছু নয়,
আহত প্রকৃতি বলল আমায় ডেকে
নীরবে দাঁড়িয়ে আছো ভাই তুমি কে
বললাম আমি এক ক্ষণিকের অতিথি
নেই পরিচয়,
সান্ত্বনা দিয়ে বলল তুমি পেওনা ভয়,
মানুষের জীবনে কখনও ঘটে এমনি মহা প্রলয়।