সকাল হলে বিকেল হয়না রোজ বাজারই টানি,
যে যা বলে লজ্জা ছেড়ে হাসি মুখেই মানি।
তিনশো টাকার বাজার হলে ব্যাগের নিচে থাকে,
কিভাবে যে দিনটা যাচ্ছে কে বা কার খুঁজ রাখে।

আশি থেকে একশো টাকা শেষ পর্যন্ত মুলার দাম,
ঝিঙ্গা বেগুন কিনতে গিয়ে আপনি ঝরে গায়ের ঘাম।
শাকের আটি ছোট হলে মূল্য কিন্তু ছোট নয়,
টমেটো আর কুমড়ো গুলো ছুঁইতে গেলে ভয় হয়।

মাছ মাংস কি বলবো আর পাঙ্গাস কেনা ভীষণ দায়,
সারা জীবন শুনে এলাম এসব আবার কে খায়।
গিন্নি আমার রেগে আগুন কি বা বাজার করি,
বাজারের দর ঘর জানেনা কোথায় গিয়ে মরি।