মান অভিমান নেইকো কিছু এখন আর এই মনে,
সবই যেনো চলে গেছে প্রিয় তোমার সনে।
সত্যি জানো শান্ত এখন অশান্ত সব চাওয়া,
জল শুন্য শান্ত দীঘী একা বৈঠা বাওয়া।
থাকতে তোমায় যা বুঝিনি হারিয়ে বুঝেছি,
পাওয়াতে নয় না পাওয়াতে ভালোবাসা পেয়েছি।
চাই কাছে ভালোবেসে দাও গো আবার ধরা,
ফিরে এসো এ বুকেতেই বুকেরও ভ্রমরা।
অশান্ত অক্লান্ত হৃদয় করে উচাটন,
ব্যকুলতার মধ্যে কাটে দিন প্রতিক্ষণ।
যদি এসে ধরা দাও প্রেম পুষ্প বনে,
হবে গো শান্ত সব মিলন সন্ধিক্ষণে।