মা আমি আজ অনেক দূরে এসেছি সবাইকে ছেড়ে,
তোমাদের ভুলিনি মা সব মনে পড়ে।
মনে পড়ে সেই খেলার মাঠ বাড়ির পাশের আঙ্গিনায়,
খেলা করতাম সবাই মিলে বাড়ি ফিরতাম সন্ধ্যায়।
আমার খেলার ঘর ভেঙ্গে ছিল বৈশাখী এক ঝড়ে,
মা সব মনে পড়ে।
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আজ,
তোমাদের ছেড়ে অনেক দূরে এসেছি মা আজ।
এখন আর হাটিনা মা তোমার আচল ধরে,
মা সব মনে পড়ে।
লেবু, বেল, কমলা নেবু, বাতাবি নেবুর স্বাদ,
এইখানে আর পাইনা মাগো খেতে হতাম উন্মাদ।
আমার প্রিয় তাল গাছে কি তাল এখনো ধরে,
মা সব মনে পড়ে।
বৈশাখেতে বৃষ্টি ভেজা জ্যৈষ্ঠে পাকা আম,
সাথে ছিল পাকা কাঁঠাল আর কালো জাম।
সবার বাড়ি খৈ মুড়ি খেতাম উদর ভরে,
মা সব মনে পড়ে।
আমার প্রিয় বিড়াল মাগো এখন কেমন আছে?
বাড়ি গেলে দৌড়ে এসে বসতো আমার কাছে।
কবুতর কি আগের মত পাখনা মেলে উড়ে,
মা সব মনে পড়ে।
তুমি কেমন আছো মা?
আমার প্রিয় বন্ধুরা সব আমার প্রিয় গাঁ,
ওরা কি কাজের ফাকে আমায় মনে করে।
মা সব মনে পড়ে।