শীতল তনু তপ্ত যখন
রৌদ্র ছুঁয়ার বেলায়,
আমি তুমি ছিলাম মেতে
মাতাল প্রেমের খেলায়।
ভালো মন্দ বিচারের বোধ
হারিয়ে আবেগে,
বাষ্প হয়ে ভেসেছিলাম
দু’জন কালো মেঘে।
রঙ্গে ভঙ্গে অঙ্গে অঙ্গে
নিবিড় আলিঙ্গনে।
মাতাল প্রেমের উতাল হাওয়ায়
ব্যাকুল তখন দু’জনে।
জলের বরফ জলই হলো
বৃষ্টি ঝরার শেষে,
এসব ছিলো মাতাল কিছু
বুঝলাম অবশেষে