সাতচল্লিশে দেশভাগ একবছর চললো,
উর্দু হবে রাষ্ট্রভাষা জিন্নাহ বললো।
হলো সবাই প্রতিবাদী বাঙ্গালীরা ক্ষুব্ধ,
সেদিন থেকে শুরু হলো ভাষা নিয়ে যুদ্ধ।
বায়ান্নতে ভাষার জন্য ঝরলো কত প্রাণ,
সকল শহিদ সবার প্রতি রইলো সম্মান।
চুয়ান্ন, ছাপ্পান্ন, বাষষ্টি ছয়ষষ্টি এলো,
যুক্তফ্রন্ট, শাসনতন্ত্র, শিক্ষা, ছয় দফা হলো।
উনসত্তর গণঅভ্যূত্থান চলে এলো সত্তর,
নির্বাচনেও ফল হয়নি এলো অমর একাত্তর।
সাতমার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে দিলেন ডাক,
মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বাঙ্গালীরা এক ঝাক।
অভিযাত্রীর অভিযান চলে মাস নয়,
মার্চে পেলাম স্বাধীনতা- ডিসেম্বরে বিজয়।
অভিযাত্রিক-২০২৪