এই তুমি তা করো না
কেনো বলো না?
সব কি বলতে হবে
তুমি মেনে যাও, না মানুক সবে।

এই তুমি সেদিকে যেওনা
কেনো?
জানতে চেওনা
এত কিছু বলতে পারবো না।

আজ আমায় বলতেই হবে
আমার জন্য এত মানা কেনো রবে।
আমি ওতো হতে চাই মুক্ত ঘুড়ি,
ইচ্ছে জাগে বিশাল আকাশে উড়ি।

ও তাহলে জানো না তুমি মুক্ত ঘুড়ির পরিনামে কি হয়,
আজ এ ডালে কাল সে ডালে ঝড়-তুফানে শরীর ক্ষত-বিক্ষত হয়
কেনো এতো মানা করি বুঝবে নাকো তুমি,
যা কিছু তুমি ভাবো না কেনো
আমি তো চাই শুধু ভালো থেকো তুমি।