বাড়তি টাকায় মাছ কিনে ছবি দেই ফেসবুকে,
কত বড় মাছ কিনেছি জানুক একটু লোকে।
কেউ বা আবার মাছ কিনে দেয় আত্মীয় বাড়ি,
তাওতো তা কিছুই নয় ভালো চাকরী করি।
প্রায় জাগাতেই পাশের বাড়ি ছোট মাছটা কিনে,
টাকা নিয়ে করছে হিসাব সংক্রান্তির এই দিনে।
যাদের আছে তাদেরই দেই নেইনা অন্যের খোঁজ,
হয়তো কিবা কত জনের হয়নি ভুরিভোজ।
বড় মাছের স্বাদ কম হয় কেন জানেন ভাই,
দাম শুনে যে টাকা গুনে কিনতে পারে নাই।