আমি না মা তোমার ছেলে সোনা মানিক চাঁদ,
রইলে দুরে মনটা আমার হয় যে উল্মাদ।
মা গো আমায় না তাড়িয়ে
কুলে নিও হাত বাড়িয়ে
আবদারের সীমা ছাড়িয়ে এইতো মনে স্বাদ,
থাকে যেন সাথে মাগো তোমার আশির্বাদ।
নইলে জীবন হবে বরবাদ।।
দুষ্টমি আর পাগলামী মা তোমার কাছেই করি,
অন্য কোথায় শান্ত আমি থাকি যে চুপ করি,
তোমার কাছেই চঞ্চলতা
তোমার কাছেই নীরবতা,
তোমার স্নেহ হৃদে গাথা আছো হৃদয় জুড়ি,
তোমার আশীষ নিয়েই মাগো দেশ বিদেশে ঘুরি।
মাগো তোমায় প্রনাম করি।।
আঁধার মাখা ভোর বেলাতে আলো দিলে হাতছানি,
সবার আগে নয়ন জাগে শুনে তোমার বানী।
ভেবে মাগো তোমার কথা
কর্মে শ্রমে পাই না ব্যথা
অতুল্য তোমার মমতা এই তো আমি জানি,
আমার কাছে তুমি মগো বিশ্ব রাজ্যের রানী।
মাগো তুমিই মহারানী।