মা আমার অঙ্কে কাঁচা বাংলা ভালোবাসে,
একটা রুটি চাইলে পরে দুইটা নিয়ে আসে।
দশ টাকা চাই যদি কোথাও যেতে হলে,
বিশ টাকা ধরিয়ে দিয়ে খেয়ালে যাস বলে।
না খেয়েও খেয়েছি বলে কি যে বলি মাকে,
প্রিয় খাবার যত্ন করে সন্তানের জন্য রাখে।
মা যে বোকা মিথ্যাবাদী নির্লজ্জও বলি মাকে,
না করলেও অগুছালো ঘর গুছিয়ে রাখে।
মায়ের কোন অসুখ হলে ঔষধ লাগে না তার,
সন্তানের কাঁশি সর্দি হলে বাড়ি আনে ডাক্তার।
সন্তানের ভালোর জন্য করে ঠাকুরের প্রার্থনা,
বৃদ্ধাশ্রমে থাকতে হবে ছিল কি তার জানা।
সন্তানের কাছে আদর করে মা ডাক শুনতে চায়,
সেই সন্তান কেমন করে মা বৃদ্ধাশ্রমে পাঠায়।
সন্তান স্বামীর জন্য যে মা ত্যাগ করে সুখ,
সেই মাকেই ভুলে সন্তান হলে বড়লোক।
কথাগুলো সংগৃহিত