ভাবছো তোমায় ভুলে যাচ্ছি
ভুলতে তোমায় পারবো না
তবে বলছি তোমায় ডিস্টাব আমি
আর কোন দিন করবো না।
ফোন দিলেতো বিরক্ত হও
আর বিরক্ত করবো না
নো আনসার আর নাম্বার ব্যস্ত
শুনাতে আর হবে না।
তোমার মত চলছো তুমি
আমায় যখন মানছো না
তোমার কাছেই যাবো কেন
আমি তো আর পঙ্গ না।
তোমার সবই রাখছো যখন
আমার চাওয়া কিচ্ছু না।
আমিও পারি বাচঁতে একা
বাঁচবো না আর বলি না।