আমি ওতো তোমার দেয়া কষ্টগুলি
থাকি ভুলি,
সময়ের সাথে সাথে দেওয়া কথাগুলি
বদলায় সকলই।
আমার ওতো মনে পড়ে স্মৃতি
আদর প্রিতি,
মেনে নিতে হয় এমন নিয়তি
কঠিন পরিস্তিতি।
আমি ওতো ভাসি চোখের জলে
নিশি হলে,
বাস্তবতায় বাধা দুজন খুবই অন্তরালে
কঠিন শিখলে।