বসে বসে কাব্য লিখছি
সাথে পড়তেছি বই,
ভেবেছিলাম গল্পটাকে
সমাপ্ত করে শুই।
হঠাৎ খাটে বেজে ওঠে
কাছে মোবাইল ফোন,
প্রিয়তমায় ফোনে আমায়
বললো আছো কেমন?
বললাম আমি ভালো নয়তো
বাড়তেছে করোনা,
এই বুঝি গো শেষ কথা
আর হয়তো হবেনা।
বললো চোখে অশ্রু এনে
যদি আয় করোনা।
মরতে হলে মরবো আমি
তুমি গো মরোনা।
গল্পটা ঠিক এমন ছিলো
স্বর্ণসম খাসা,
নিজে মৃত্যু বরণ করে
বাঁচায় ভালোবাসা।