-
আমি এখন জানি
তুমি কবিতার রাণী
সেদিন দেখি শব্দরাও সব করছে কানাকানি।
তুমি বিনে কাব্যলোকে
থাকে ওরা ঘুমরা মুখে
না শুনিলে পাঠক মুখে হত না জানাজানি।
তোমার কথা না বলিলে
ভাসে ওরা নয়ন জলে
অনন্দ তাদের হৃদ কমলে দেয় না হানাহানি।
যখন লিখি তোমার কথা
ভাঙ্গে ওরা নীরবতা
একে অন্যের হাত ধরে তাই করে টানাটানি।