কবিতা লিখা হয়না আমার বেশ কয়েক দিন ধরে,
ছন্দ আমার হারিয়ে গেছে অগুর অন্ধকারে।
পাইনা খুঁজে লিখার বিষয়
কি লিখবো কি বা নয়
ভাবনা গুলি যাচ্ছে চলি যাচ্ছে যেমন সরে।
নদীর ধারে যাওয়া হয় না হয় না জলে ভাসা,
আগের মত ধরা দেয় না কবিতারই ভাষা
রইলে পড়ে বন্ধি ঘরে
কবিতা লিখবো কি করে
তবুও কবিতার তরে আছে ভালোবাসা।
আকাশপানে চাওয়া হয়নি দেখা হয়নি তারা,
ছোঁয়া হয়নি অনেক দিনে বৃষ্টিরই ধারা।
শিশির জলে হাত রাখিনি
ভোরে পাখির ডাক শুনিনি
তাইতো এমন হচ্ছে এখন জীবন ছন্নছাড়া।