মাঝে মাঝে আমার সাথে কেনই বা যে হয় এমন,
হাতে এসে যায় চলে আবার তাকেই খুজে মন।
প্রয়োজনে পাই না কাছে প্রয়োজনের পর আসে,
ধরা দিয়েও ধরা দেয়না রয়না হাতের পাশে।
সবার সব আগে যেন আমার সকল পরে,
বুক ভরা ব্যথা নিয়ে থাকি ধর্য ধরে।
ভাবি একা কি ফেলাম আর কি যে হারালাম
আজও কেন বুঝে সব অবুঝ রয়ে গেলাম।
নিরাশা মনের মাঝে দেয় হাতছানি,
ভাবি এমন পরিস্থিতি কেমন করে মানি।
কষ্টে থেকে করি যখন পালন নীরবতা,
বন্ধুর মত পাশে তখন দাঁড়ায় কবিতা।
বলে কবি ভাবছো কেন আমি আছি তো পাশে,
সারা জীবন আমি তোমায় যাবো ভালোবাসে।
এক সাথে থাকতে যে চাই হয়ে এক ফ্রেম,
তা শুনে বললাম কবিতা তুমি আমার প্রেম।