যে পিছনে দাঁড়িয়ে থাকে
সেও একদিন সামনে আসে,
প্রয়োজন ধৈর্য্য আর আত্মার শক্তি
তাকেও একদিন সবার নজরে ভাসে।
ফুলতো আঁধারেই ফোটে
ধীরে ধীরে ছড়ায় তার ঘ্রাণ,
রবির আলোয় আসে সবার নজরে
আসলে তা রবির অবদান।
কবিরাও নজরে আসে
যখন কবিতা ছড়ায় আলো,
কবিদের নিজের পরিচয় নেই
কবিতাই পরিচয় করায় যার লেখনি ভালো।